Monday, October 6, 2025
spot_img
HomeScrollফের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ' পিকু '

ফের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ পিকু ‘

ওয়েব ডেস্ক: ২০১৫ সালে বাবা মেয়ের গল্প বলেছিল ‘পিকু’ (Piku)। মুখ্য ভূমিকায় দেখা যায় দীপিকা পাডুকোন (Deepika Padukon) এবং অমিতাভ বচ্চনকে (Amitabh Bacchan)। বাবা মেয়ের রসায়ন সকলের মন কেড়েছিল। আর ২০২৫ এর শুরু থেকেই পুরনো ছবি রি রিলিজের ট্রেন্ড দেখা যাচ্ছে। আর এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সকল দর্শকের প্রিয় ছবি ‘ পিকু ‘। কিন্তু কবে?

আরও পড়ুন: চমকে দেওয়ার মতো ভামিনীর ট্রেলার, দেখুন ভিডিও

২০১৫ সালের ব্লকবাস্টার ছবি ‘ পিকু ‘ ফের মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। ৯ মে বড় পর্দায় আবারো দেখা যাবে এই ছবি। বাবা মেয়ের গল্প বলেছিল ‘ পিকু ‘। বিগ বি অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকোনের রসায়ন সকলের মন কেড়েছিল। পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা ইরফান খান। তাঁর অভিনয়ও সকল সিনেমা প্রেমীদের চর্চার কেন্দ্রবিন্দুতে ফুটে উঠেছিল। ২০১৫ সালে ছবিটি বক্স অফিসে ৭৯ কোটি ৭৭ লক্ষ টাকা আয় করেছিল। এবার ফের মুক্তি পেতে চলেছে এই ছবি। জানিয়েছেন স্বয়ং বিগ বিও। নির্ভেজাল এই গল্পের আবারও সাক্ষী থাকতে চলেছেন সকলে।

দেখুন অন্য খবর

Read More

Latest News